শেরপুর জেলার নকলা উপজেলাধীন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাঃ বিদ্যালয়সহ অত্র এলাকা ব্রহ্মপুত্র নদী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৮ নং চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়নখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনসহ নদীর পাড়ে দাঁড়িয়ে কয়েক শতাধিক ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিগত কয়েক বছরে এলাকার শতাধিক মানুষ এই নদী ভাঙ্গনে কবলিত হয়ে ভিটে মাটি ও সহায় সম্বলহীন হয়ে পড়েছে। গত বছর একটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, গোরস্থান ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসীসের ভাষ্য অনুযায়ী এত কিছুর পরও প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন রোধে তেমন কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.