প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৪ , ১০:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ
কাওছার হাবিব-নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে। নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় নওগাঁ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় জেলা পুলিশ সুপার পত্নীতলা থানার (ওসি) মোজাফফর হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সভায় উপস্থিত অফিসার ফোর্সদের উদ্দেশে তিনি বলেন, সকল পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। ইতোপূর্বেও তিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মে মাসে পত্নীতলা থানা পুলিশের মধ্যে আরও যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা-ধামইরহাট সার্কেল মুঃ আব্দুল মমীন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এএসআই রমজান আলী।