প্রতিনিধি ১ মে ২০২১ , ৬:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন স্টাফ রিপোর্টার নওগাঁ :
নওগাঁর সদর উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মুন্নি আক্তার (২৮) এবং সাবিনা বেগম (৩৫) নামে দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়। আটক মুন্নি জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আজিজুলের মেয়ে। সাবিনা বেগম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আনিছুর ইসলামের স্ত্রী।
ডিবির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোগাছী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন জেলায় মাদক বিক্রি করে। আটকের সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।