• Uncategorized

    নওগাঁয় পানিতে ডুবে ২ জমজ বোনের মৃত্যু-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ২:৫৭:২৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর আত্রাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত জমজ দুই বোন হলো ওই গ্রামের মোতাহার হোসেনের দুই বছর বয়সের জমজ মেয়ে হালিমা আক্তার ও হাবিবা আক্তার।

    নিহতের স্বজন সূত্রে জানা যায়, আজ বিকেল ৫ টার দিকে তাদের নিজ বাড়ির উঠানে হালিমা আক্তার ও হাবিবা আক্তার খেলছিল। সন্ধ্যার দিকে তাদের দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ি পাশে একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ