প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ২:৫৭:৫৯ প্রিন্ট সংস্করণ
মোঃ উজ্জ্বল হোসেন:
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিকেলে দলীয় কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি এস এম আব্দুল হান্নান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন , সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি,খাজুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস বাদল, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী আবদুস সোবাহান, শাহাদৎ হোসেন শান্ত, চঞ্চল রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ছাত্র নেতা শাকিল আহমেদ, মেহরাব হোসেন, হিরন আহমেদ, গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কাজী সামছুজ্জোহা মিলন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন সহ বিশেষ মোনাজাত করা হয়।