প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ১১:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে কিন্ডার গার্টেন স্কুলের অনুরূপ নাম পরিবর্তনের ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে ৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠান মালঞ্চ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ ডি এম তৌফিকুল ইসলাম। লিখিত আবেদনে তিনি জানান,দীর্ঘ ২৮ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিশুদের শিক্ষার মনোন্নয়নের নানা গবেষণা, পাঠদানে অত্যাধুনিক ব্যবস্থা উদ্ভাবন, রেজাল্ট ভালো করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা। এক দশকেরও বেশি সময় ধরে শতভাগ পাশের রেকর্ড ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা। গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে পূর্ণ ৬০০ নম্বর পেয়ে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে এই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সারা জেরিন। আবেদনে তিনি আরো অভিযোগ করে বলেন, এই প্রতিষ্ঠানের নামে ২০১৭ সালে অনুরূপ একটি প্রতিষ্ঠান স্থাপন করেন সাইদুর রহমান নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। যা সম্পূর্ণ বেআইনি। অনুরূপ নামে প্রতিষ্ঠান করায় আমার দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত
প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।পাশাপাশি অভিভাবকেরাও প্রতারিত হচ্ছেন। তিনি অবিলম্বে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে নিউ মালঞ্চ কিন্ডার গার্টেন এর নাম পরিবর্তনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন