• Uncategorized

    নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর যুবকের লাশ মান্দায় উদ্ধার

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৬:১৯:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম-রাজশাহী বিভাগীয় প্রধানঃ

    নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর জেলার মান্দা থানা পুলিশ  মিল্লাত (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

    ৬ অক্টোবর  সকাল ১০ টায় মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ি বাজার এলাকায় আত্রাই নদী থেকে তার লাশ উদ্ধার করে। মিল্লাত মহাদেবপুর উপজেলার  বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামের আবুল কালাম এর ছেলে।

    গত ৪ অক্টোবর বিকেল ৪ টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদী পার হচ্ছিল মিল্লাত। সাঁতার কেটে নদী পারের সময় তিনি নিখোঁজ হন।

    মান্দা থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর তদন্ত তারেকুর রহমান সরকার জানান, সকালে স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ তা উদ্ধার করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ  নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে এসআই এমদাদ হক লাশটি মহাদেবপুর নিয়ে আসেন।

    উল্লেখ্য, মিল্লাত নিখোঁজ হওয়ার পর মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রোস্তম আলীকে খবর দেওয়া হলেও ওইদিন তারা উদ্ধারে কোন উদ্যোগ নেয়নি। পরদিন সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলেই উদ্ধার অভিযান চালায়।

    প্রবল স্রোতে তার দেহ বহুদূর চলে গেলেও সে ব্যাপারটিকে ডুবুরি দল আমলে না নেওয়ায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সময়মতো উদ্ধার অভিযান পরিচালনা করলে মিল্লাতকে উদ্ধার করা যেত বলে স্থানীয়রা দাবি করেন। এ নিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা। তবে মহাদেবপুর ও নওগাঁ ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকার অজুহাত দিচ্ছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ