প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ১২:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ
এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। র্যাব পুলিশ,ও বর্ডার গার্ড বাংলাদেশ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থায মধ্যে ভোটে চেয়ারম্যান পদে ৮ টি ইউনিয়নের মধ্যে ৫ টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া ১টি আধাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুল জব্বারে ছেলে । ও ২টিতে ইউনিয়নে বিএনপি’র সমর্থনীয় (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করেছেন।
গত ২৮ নভেম্বর রবিবার রাতে বে-সরকারী ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার সেজার উদ্দিন।
বদলগাছী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বদলগাছী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন (নৌকা) ৮ হাজার ৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের(স্বতন্ত্র) প্রার্থী জাহাঙ্গীর আলম ঘোড়া পেয়েছেন ৫ হাজার ৮শত ৩৬ ভোট।, ২ নং মথুরাপুর ইউনিয়নে মো মাসুদ রানা নৌকা ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাদী টিপু চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৬০৫ ভোট।,৩ নং পাহাড়পুর ইউনিয়নে মিজানুর রহমান কিশোর (নৌকা) ৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী (ঘোড়া)আব্দুল আলিম পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট।৫নং, কোলা ইউনিয়নে শাহীনুর ইসলাম স্বপন (নৌকা) ৫ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামিলীগ সতন্ত্র প্রার্থী সেলিনা মির্জা ৩৩৭৬ ভোট,।৪ নং মিঠাপুর ইউনিয়নে মো ফিরোজ হোসেন (নৌকা) ৮ হাজার ২৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবদলের নেতা আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র) প্রার্থী (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ২৫৭ ভোট রাজ্জাক বলেন সঠিক ভোট হলে আমি নির্বাচিত হতে পারতাম।,। ৬ নং বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী সাইদুর রহমান কেটু (ঘোড়া) ৫ হাজার ০০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪ শ১২ ভোট,।৭ নং আধাইপুর ইউনিয়নে সাবেক উপজেলা জাতীয় পার্টির নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের ছেলে রেজাউল করিম পল্টন সতন্ত্র (আনারস) ৪ হাজার ৮ শত ৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং নিকটতম নৌকার প্রার্থী শামছুল আলম ৪ হাজার ৯৭ ভোট পেয়েছেন । ৮ নং বালুভরা ইউনিয়ন বিএনপির সতন্ত্র প্রার্থী ঘোড়া ৭ হাজার ৫ শ ৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং নিকটতম নৌকার প্রার্থী আয়েন উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৩ শ ৭৬ ভোট। নওগাঁ জেলার
বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজারুদ্দিন জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। কোথাও কোথাও ছোট খাট অপ্রতিকর ঘটনা ঘটেছে যাহা ৪ ইস্তরের নিরাপত্তা বাহিনী প্রতিকার করতে স্বক্ষম হয়েছে। এবং কোন প্রার্থীর নিকট থেকে কোন অভিযোগও পাওয়া যায়নি বলে তিনি সাংবাদিকদের জানান।