• Uncategorized

    নওগাঁর ধামইরহাটে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

      প্রতিনিধি ৮ মে ২০২১ , ২:০৬:২৮ প্রিন্ট সংস্করণ

     

    শাকিল হোসেন স্টাফ রিপোর্টার:

    শনিবার (৮ মে) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন একটি পুকুরের নিঁচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই মহিলাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে এবং ওই পুকুরের পাশে একটি গাছের নিচে রাত্রীযাপন করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

    ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, এলাকাবাসী পুকুরের নিচের শুকনো স্থানে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে সেখান লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ