• সাহিত্যে

    “ধূসর গোধূলি” কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৪:০৪:০৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা: ধূসর গোধূলি
    কলমে-কণা মির্জা

    অরণ্য, তুমি রোদেলা সকালের রৌদ্র ছাঁয়ার খেলা,
    আমি কি একটু আলো নিতে পারি না??
    একটি নিস্তব্ধ অরণ্যের কাছে,
    আমি প্রেম নিবেদন করি!
    রবির আলো ঝিরিঝিরি কিরণে-
    ঝরঝর চুম্বন, শীতল উষ্ণতা আদরে-
    তাকে স্পর্শ করে মন
    স্পর্শ করে তার পবিত্র প্রেম।

    ধূসর গোধূলির আলোমাখা চাঁদের আলোয়
    আবেগ প্লাবনের উত্তাল ঢেউয়ে
    ঝরুক বৃষ্টি এক পশলা!
    তোমার তীব্র উষ্ণতায় আমি
    পরিপক্ব কঠোর হতে চাই?
    ভালোবেসে চুমু খেয়ে
    সম্পর্ক পাতবো নতুন ভোরে।

    আজ মুক্তি মিলেছে আত্মার
    উড়ে যাবে ঐ দূর আকাশে-
    ডানা ঝাপটিয়ে ছুটে বেড়াবে
    ঐ চাঁদ নক্ষত্রের মিছিলে।

    পৃথিবীর আনন্দলোকে শঙ্খনীল কারাগারে
    কতকাল ছিলাম নরকে,
    চাইনি এমন জীবন।
    হাত বাড়িয়ে দাও হে যে আমাকে চেনো?
    পৌছে দাও আমার ঠিকানায়
    স্বার্থের ভূবনে আর নয়
    এভাবে পৃথিবী থাক
    আমি চলে যায় অজানা গন্তব্যে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ