প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ
“ধূধূ মরীচিকা”
লেখকঃ শিহাব আহম্মেদ
মনের লুকানো কথা গুলো বলা হলো নারে
বুকে জমানো যন্ত্রণারা কেবল কেঁদে ফেরে,
দিন-মাস করে বছর গেলো সে এলোনা রে
বুকটা ধড়ফড় করছে যে বছর কয়েক ধরে।
যাবার ক্ষণে বলেছিলে আসবে তুমি ফিরে
কয়টা বছর পার করেছ দেখা দেবে বলে,
তাতেও ছিল কত শর্তেভরা দেখার তরে
মন মানেনি বলে দেখাও করোনি একবার।
কোথায় গেলো তোমার প্রতিজ্ঞা রাখার তরে
আর আমি তোমায় চাহিনা গো জীবনর তরে,
তুমি এখন যে আমার কাছে মৃতআত্মা ভবে
ভূত ভেবে মাঝে মাঝে ভয়ে বুক কাঁপে তবে।