মোঃ মাহাবুব আলম-ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেশনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ধামইরহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে অতিথি ও নারীদের নিয়ে মানববন্ধন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় বাসুদেবপুর গ্রামের বুলি আকতার, সফল জননী হিসেবে রামরামপুর গ্রামের দিপালি রানী, নির্যাতনের বিভীষিকা মুছে জীবন যুদ্ধে জয়ী নারী ও ১নং হাটনগর পল্লী সমাজের সদস্য মারুফা সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আগ্রাদ্বিগুনের সাবিনা এক্কাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন। এ সময় উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির সেলপ অফিসার পিয়ারা খাতুন, পিও রোকসানা পারভীন, পল্লী সমাজের সভা প্রথান রেনুয়ারা বেগম, সভাপ্রধান খালেদা বানুসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.