শাকিল হোসেন স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাটে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণকারী যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই যুবক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।জানা গেছে, কয়েকমাস পূর্বে উপজেলার বীরগ্রামের দশম শ্রেনির ওই ছাত্রীকে কৌশলে অপর আর এক নারীর সহযোগিতায় অপহরণ করে।
অপহরণের পরই থেকে থানা পুলিশের সহযোগিতায় আসামী ও ভিকটিমের অবস্থায় লালমনিরহাট সদরের নজিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাড়ী সিরাজুল ইসলাম ছেলে নূরনবী ইসলাম (১৯) এর নিকট আছে বলে নিশ্চিত হলে, ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স সুকৌশলে অপহরনকারী ও ভিকটিমকে ১৭ মে রাতে উদ্ধার করতে সক্ষম হয়।
রাতেই আটককৃত অপহরনকারীর বিরুদ্ধে পিতা তোয়ারফ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫।ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ‘ভিকটিম স্থানীয় একটি স্কুলের ১০ শ্রেনির শিক্ষার্থী, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহরনকারীকে গ্রেফতার পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.