প্রতিনিধি ১০ মে ২০২১ , ৪:২৪:২৮ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাট সীমান্তে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই জন চোরাকারবারি কে আটক করেছে বিজিবি।সোমবার (১০ মে) দুপুর ১টার দিকে উপজেলার পাগলা দেওয়ান বিওপির নায়েব সুবেদার মো. ফিরোজ আলম ভুঁইয়ার নেতৃত্বে পাগলা দেওয়ান বিওপির আওতাধীন মেইন পিলার ২৭২/৫ হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. ওবাইদুর (৩৫) ও তালঝাড়ি গ্রামের দেলোয়ারের ছেলে মো. রমজান শেখ (২৬)। এসময় তাদের থেকে ২২ বোতল ফেন্সডিল, ১টি পুরাতন DAYANG মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড ও নগদ ১৬০ টাকা উদ্ধার করা হয়। পরে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।