মোঃ মাহাবুব আলম-ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শত বছর ধরে বিনা অনুদানে নিজ উদ্যোগে পূজা করে আসছেন উপজেলার আলমপুর ইউনিয়নের পশুরামপুর (হিন্দুপাড়া) গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। ১১ জুন দুপুর ২ টায় পশুরামপুর (হিন্দুপাড়া) এলাকায় কালিমন্দিরে পূজা পরিচালনা করেন পুরোহিত সুনিল চক্রবর্তী। এ সময় ইউপি সদস্য নজরুল ইসলাম, স্থানীয় মন্দিরের বংশীয় উদ্যোক্তা বাদল চন্দ্র বর্মন, সুখিল চন্দ্র বর্মন, চানেশ্বর চন্দ্র বর্মন, ভবেশচন্দ্র মন্ডল, সজেন চন্দ্র বর্মন, বিমল চন্দ্র বর্মন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, এই হিন্দু পাড়ায় মৃত কৈলাশ চন্দ্র মন্ডল বহুবছর আগে এই খানে কালি মন্দির প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে তার উত্তরসূরী মৃত কালীচরণ ও শ্রীচরণ পূজা পার্বন পালন করছিলেন।
বর্তমানে ওয়ারিশ বাদল, সুখিল ও চানেশ্বর এই মন্দির দেখাশুনা করেন, তবে প্রভাবশালী ইব্রাহীম সরকারের দুই ছেলে মাসুদ সরকার ও আসাদ সরকার এই দখল বিষয়ে আপত্তি জানিয়েছেন, কারণ তারা এই সম্পত্তির মালিক ছিলেন, পরবর্তীতে ১৯৭২ সালে ১শত বিঘার উপর তাদের জমি হওয়ায় কালীচরণ ও শ্রীচরনের নামে অনুমতি দখল দেন ও পরবর্তীতে রেকর্ড হলে তার সন্তানরা সেটা ভোগ দখলে রাখেন। এ বিষয়ে আসাদ সরকার জানান, জমিটি আমাদেরই, হিন্দুপাড়ার কালীচরণ ও শ্রীচরণের ওয়ারিশরা তা জবর দখলের চেষ্টা করছেন, আমরা এক সময় তাদের ২৩ শতাংশ জমি অনুমতি দখল দিয়েছিলাম, যা রেকর্ডে মন্তব্য কলামে উল্লেখ আছে, কিন্তু তাদের একজন মারা যায় ও অন্যজনের ওয়ারিশ আরও বেশি সম্পত্তি দখল করতে বিভিন্ন পায়তারা করলে আমরা তা মেনে নেবোনা।’
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.