মোঃ মাহাবুব আলম-ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় আকতার বানু (৫৫) নামের এক নারী মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা বায়েজীদ নামের ছয় বছরের এক শিশু আহত হয়।বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আলমপুর ইউনিয়নের ডারকাদিঘী নামক এলাকার সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আকতার বানু খেলনা ইউনিয়নের উওর গোপিরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরের পর বাবার বাড়ি থেকে আকতার বানু একটি মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক ওই মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় আক্তার বানু। এঘটনায় বায়েজীদ নামের ছয় বছরের এক শিশু আহত হয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.