নওগাঁর ১৪ ও ১৬ বিজিবি’র যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসে বিনামুল্যে বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা, বিভিন্ন প্যাথলজিকেল পরিক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। ১৫ আগস্ট বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলার শেষ সীমান্ত পাগলা দেওয়ান ক্যাম্পের অদুরে জগদীশপুর মাদারচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী।
এ সময় স্বাস্থ্য সহকারী ও মিডওয়াইফগণও সহযোগিতা করেন। রোগীদের বিভিন্ন বিষয়ে কুশলাদি বিনিময় ও নিজ হাতে ঔষধ বিতরণ করেন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. হামিদ উদ্দিন পিএসসি। এ সময় উপ-অধিনায়ক মেজর শামসুজ্জামান মো. আরিফুল ইসলাম, সহকারী পরিচারক মো. সেলিম রেজা, সুবেদার মেজর মো. ইদ্রিস আলী, কোরিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান, পাগলা দেওয়ান ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিন, ১৪ বিজিবি’র নায়েক সুবেদার তপন কুমার সরকার প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.