প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ২:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে ৩৯৫ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে কোভিড সংকট মোকাবেলায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে মাঠে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) নওগাঁর আয়োজনে এ নগদ অর্থ বিতরণ করা হয়। রেজিলিয়েন্স টু ইকোনমিক ভলাটিলিটি অফ ইনডিজিনাস এন্ড ভারনারবল পপুলেশন থ্রো ইমপাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের কোভিড-১৯ সংকট মোকাবেলার জন্য উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৯৫ জন অসহায় মহিলার মাঝে প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা সংস্থার সভাপতি সাবেক এমপি শাহিদ মনোয়ারা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মইনুল হক,জাহিদ আলী,আনিকা বুশরা,ডি,এম সফিউল আলম,জয়ন্তী রাণী,মাহমুদুর রহমান আপেল,নাইস পারভীন,মুশফিকুর রহমান প্রমুখ।