প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৮:০৯:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ মাহাবুব আলম-ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পাঠকপ্রিয় ও জনপিওয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ মার্চ দুপুর ১২ টায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আমাদের সময় পত্রিকার জন্মদিনের কেক কাটেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। দৈনিক আমাদের সময় পত্রিকার ধামইরহাট উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌরসভার মেয়র আমিনুর রহমান,উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, জাহিদ হাসান, শামীম রেজা, পাস্কায়েল হেমরম, সুফল চন্দ্র বর্মন, মেহেদী সরকার, মাহবুব আলম, আনিছুর রহমান প্রমুখ।প্রধান অতিথি নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অপরিসীম, পত্রিকার পাতায় চোখ বুলিয়ে সকল সমস্যা কথা জানা যায়, দৈনিক আমাদের সময় অসৎ কর্মের নিন্দা ও সৎ কর্মের প্রশংসা প্রচারে দেশের শীর্ষে পৌছে যাবে এটাই প্রত্যাশা করছি।