প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ১:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সারা বাংলাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষন এবং নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধনে আয়োজন করা হয়।
অদ্য ৭ অক্টোবর রোজবৃহস্পতিবার সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় আইনজীবী সমীতি ভবনের সামনে এ মানববন্ধন পালিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ মুজিবুর রনমান টোটন, যুব বিষয়ক সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট এটিএম মেজাম্মেল হোসেন তপন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তার আরো বলেন,দেশের আইন ব্যবস্থাকে কঠোর হতে হবে, এবং ধর্ষনের সাজা ফাসিঁতে পরিনত করতে হবে। দেশে আর কোন মা,বোন যেন কোন পাষন্ডের হাতে নির্যাতিত না হতে হয়।এমনটাই আশা প্রকাশ করেন তারা।