• Uncategorized

    দয়াল নবিজি : লিখেছেন- স্মৃতি, দ্বাদশ শ্রেণি,আলাউদ্দিন সিদ্দিকী কলেজ

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২২ , ৩:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ

    সৃষ্টি কূলের শ্রেষ্ঠ মানব-
    আমি গোলামের প্রাণ,
    তার নামেতে করতে পারি-
    মোর জান কুরবান।

    যার জন্যে সৃষ্টি হইলো-
    সমস্ত পৃথিবী,
    তার প্রেমেতে মাতোয়ারা আমি-
    সে আমার রসুল আমার প্রাণের নবী।

    তার কল্যাণেই বইছে বাতাস-
    দিচ্ছে পানি নদী,
    স্বপ্ন যোগে একটিবার-
    তারদেখা পাইতাম যদি।

    ধন্য হতো এই মানব জীবন-
    শেষ হতো মনের সব আশার,
    চাই শুধুই একটিই জিনিস-
    প্রাণের নবীর দিদার।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ