মোঃ নুরুল আমিন সরকার-সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, গৃহ-নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি ও বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় পাটি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সহ-সাধারণ সম্পাদক কওছর আযম হান্নু, স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীথর বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি, যুব সহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তা না হলে আগামী নির্বাচনে মানুষ এ সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে। বক্তারা আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরোও জোরদার করতে হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.