• Uncategorized

    দৌলতপুরে সড়কে পেঁয়াজ ফেলে কৃষকদের বিক্ষোভ‌

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো: জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি মুড়িকাটা পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান তারা। বিক্ষুব্ধ কৃষকরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে খরচ হয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। কিন্তু উত্তোলন মৌসুমে ভারতসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না।
    পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা।রউপজেলার খলিসাকুন্ডি গ্রামের পেঁয়াজ চাষি একলাচ হোসেন বলেন, এ বছর পেঁয়াজের বীজ অস্বাভাবিক দামে কিনতে হয়েছে। প্রতিমণ ৮-৯ হাজার টাকা। অতিবৃষ্টির কারণে আবার ক্ষেত নষ্ট হয়েছে। ফলে নতুন করে রোপণ করতে খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সার, কীটনাশকসহ সব উপকরণের দাম বাড়ায় আমাদের বিঘাপ্রতি খরচ প্রায় দুই লাখ টাকায় ঠেকেছে। অথচ এখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে আমরা দাম পাচ্ছি না। প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তীব্র যানজট সৃষ্টি হয় কুষ্টিয়া-মেহেরপুর সড়ক খলিসাকুন্ডি বাজার। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ