প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৫:৫৪:০২ প্রিন্ট সংস্করণ
দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর
সহ-বার্তা সম্পাদক- মাহবুবর রহমান রিমন
বর্তমান সময়ের জাতীয় দৈনিক জনপ্রিয় অনলাইন এবং আগামীরর প্রিন্ট পত্রিকা দৈনিক অালোকিত ৭১ সংবাদ এর কিছু কিছু গুরুত্বপূর্ণ বটে একঝাক তরুন ও অভিজ্ঞ সংবাদকর্মীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
তারই ধারাবাহিতায় তিনি বার্তা সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাংবাদিক মাহবুবর রহমান রিমন দৈনিক অালোকিত ৭১ সংবাদে মনোনীত হওয়ায় দৈনিক অালোকিত ৭১ সংবাদ মিডিয়ার সহ প্রত্রিকায় সকলে মিলে তাকে প্রানঢালা শুভেচ্ছা এবং শুভকামনা জানান।
পাশাপাশি তার কলমের তীক্ষ্ণ শক্তিতে উক্ত অঞ্চলের অনিয়ম,অবিচার কে জনসম্মুখে তুলে ধরার জন্য আহবান রাখেন। খবরের পিছনের খবর প্রকাশের মাধ্যমে সত্য এবং ন্যায়ের পথে লেখার জন্যও তিনি আহ্বান করেন।