প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ১:৫২:১৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্সঃ
জরুরী সংবাদদাতা নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক অালোকিত ৭১ সংবাদ
দেশের প্রতিটি বিভাগীয় ব্যুরো প্রধান, জেলা, উপজেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।
সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক অালোকিত ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই।
আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি//সমমান। বিশেষ ক্ষেত্রেঃ এইচএসসি/সমমান।
সিভি পাঠাতে মেইল করুনঃ dailyalokito71sangbad@gmail.com
দৈনিক অালোকিত ৭১ সংবাদ অনলাই নিউজ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলীঃ
১/জীবন বৃত্তান্ত (CV)
২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ।
৪/সর্বনিম্ন এইচ এসসি পাস/সমমান পাস হতে হবে।
৫/সকল প্রকার নেশা মুক্ত হতে হবে।
৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে।
৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে।
১১/সৎ ও পরিশ্রমী হতে হবে।
১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই।
১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন।
১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন।
১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে।
১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে।
১৭/ পরিশ্রমী হতে হবে।
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
“দৈনিক অালোকিত ৭১ সংবাদ”
বিস্তাতির জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন : www.dailyalokito71sangbad.com
যোগাযোগের জন্য ইনব্রক্সে মেসেজ করুন
দৈনিক অালোকিত ৭১সংবাদ
মোবাইল নংঃ 01723-305390
হটলাইনঃ 01906-030302