• আবহাওয়া

    দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

      প্রতিনিধি ২৭ মে ২০২২ , ৪:৪৬:৫০ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ৭১ সংবাদ ডেস্ক:

    দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া পাবনা, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখা লী এবং বাগেরহাট জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।শুক্রবার (২৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে।রাজশাহীতে আজ সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাঙামাটিতে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ফরিদপুর ১৯, গোপালগঞ্জ ১৮ ও ফেনীতে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
    পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

    আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল শনিবার (২৮ মে) সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ