• জাতীয়

    দেশবাসীকে একতরফা পাতানো নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান,চরমোনাই’র পীরের

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ১০:০৫:৫২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    একতরফা পাতানো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
    আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতায় বলা যায় আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা চরম বোকামী ছাড়া আর কিছুই নয়।

    পীর সাহেব সাহেব চরমোনাই বলেন, সরকারের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিরোধী দলবিহীন নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আজীবন ক্ষমতায় টিকে থাকতে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। সরকার দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে।

    পীর সাহেব চরমোনাই আরও বলেন, ফ্যাসিবাদী সরকারকে নির্বাচনে কোনভাবে সহযোগিতা না করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। সেইসাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতাকর্মীদেরকে নির্বাচন ও ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ