কুমিল্লা জেলা প্রতিনিধি:
আজ সোমবার সকালে দেবীদ্বার নির্বাচন অফিস সংলগ্ন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দেবীদ্বার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন ।
দলীয় মেয়র প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের সাইফুল ইসলাম শামীমকে 'নৌকা' প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার পেয়েছেন (মোবাইল ফোন), আলহাজ্ব আবুল কাশেম (নারিকেল গাছ) এমএ কাইয়ুম ভূঁইয়া (ক্যারামবোর্ড), শাহজাহান মোল্লা (ইস্রি) এডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার (জগ), ব্যবসায়ী শরীফুল ইসলাম সুমন (চামচ) ও সাংবাদিক আবুল খায়ের (কম্পিউটার) প্রতীক।
এছাড়া সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করেন সহকারী রিটার্নিং মো. আলতাফ হোসেন। প্রতীক বরাদ্দ পেয়ে দলীয় সব প্রার্থী মিছিল বের করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থীরাও প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারাভিযানের অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। আগামী ১৫ জুলাই পর্যন্ত প্রচারণা চলবে এবং ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.