প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৩ , ১:০০:২০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা জেলা প্রতিনিধি:
দেবীদ্বার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধরের সার্বিক তত্ত্বাবধানে এসআই নিশান চন্দ্র বল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২/০১/২০২৩ খ্রিঃ তারিখ ১৬.২০ ঘটিকা দেবীদ্বার থানাধীন কাবিলপুর এলাকা থেকে মাদক বহনকালে ০২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ নাজির হোসেন(১৯)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এসময় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান মাদক ব্যবসায়ী ও গাজা ব্যবসায়ী ছিনতাই কারী কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী সে যেই হোক দেবীদ্বারে ছাড় দেওয়া হবে না কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে হয়তো মাদক ছাড়বে আর না হয় দেবীদ্বার ছাড়বে। তার পাশাপাশি এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।