• সারাদেশ

    দেবীদ্বারে শিক্ষা ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ৮:৩১:০৮ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লা দেবীদ্বার উপজেলা হল রুমে ৫১তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম,অধ্যক্ষ হুমায়ুন কবির চেয়ারম্যান,মো শাহজাহান চেয়ারম্যান, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি,যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইন ইমু,আল-আমিন হোসেন, গাজী আসিফ বিন লতিফ, ফয়েজ আহমেদ সহ আরো অন্যান্য নেতাকর্মী ও উপস্থিত ছিলেন।

    এসময় দেবীদ্বার উপজেলা শিক্ষা অফিসার,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দেবীদ্বারে এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিথিরা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের। ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশ আজ রোল মডেল। শরীর সুস্থ রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা করলে কোন শিক্ষার্থী মাদকসেবী হতে পারে না। একজন ক্রীড়াবিদ দেশের সম্পদ। সরকার শিক্ষার পাশাপশি খেলাধুলারও সমান সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ