কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার সরকারি হাসপাতালে চিকিৎসককের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সারে এগারোটায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল আলম ও ডা. শাকিলের নেতৃত্বে কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার স্বাধীনতা চত্ত্বরে এই কর্মসূচি হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সার্জারী বিভাগের ডা. মোজাম্মেল হক, তামান্না হক (গাইনী), ডা. গোলাম সারোয়ার (ইএনটি), ডা. শুভ দত্ত (শিশু কন্সালন্টেন্ট), ডা. মাহমুদুর রহমান (মেডিসিন),
ডা. শরিফুল ইসলাম সাকিল (মেডিকেল অফিসার), ডা. শরিফুদ্দিন (মেডিসিন), ডা. নাজমুল হাসান সাঈদ (এনেসথেসিয়া), ডা. তানজিনা আক্তার, ডা. সাইফুল ইসলাম, ডা. রবিউল, ডা. রোজিনা আক্তার, ডা. রোমানা আফরোজ, ডা. মঈন ইবনে সিনা, ডা. সোহেল রানা, ডা. আরিফুর রহমান মুন্সী, ডা. তন্ময় সরকার, ডা. হরি নারায়ন দেবনাথ, ডা. সাদ্দাম হোসেন ও ডা. তাছলিমা আক্তারসহ প্রায় ৩০ জন চিকিৎসক।
বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসক ডা. মোশারফ হোসেন টিটুর নামে ভূল চিকিৎসার অভিযোগ এনে অপপ্রচারের ঘটনার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না হলেও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোশারফ হোসেন টিটুর বিরুদ্ধে এক রোগীকে ভুল চিকিৎসা দেয়াসহ রোগীদের বেসরকারী ক্লিনিকে রেফার করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, 'বিষয়টি জেনেছি, খোঁখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।'
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.