শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ নয়ন মিয়ার নির্দেশনায় নিয়ম অনুযায়ী দেবীদ্বার থানায় কর্মরত এসআই নয়ন, মোঃ মাসুদ, কৃষ্ণ মুহন এবং এএসআই সাদ্দাম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ দেবীদ্বার থানা এলাকায় নিয়মিত রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিতে বের হন।ডিউটি থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দেবীদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর মোল্লা মার্কেটের সামনে একটি চোরাই গাড়ি বিক্রয়ের উদ্দেশ্যে চোর চক্রেরর সদস্যরা অবস্থান করছেন। সেখানে তাৎক্ষণিক উপস্থিত হয়ে মোল্লা মার্কেটের আলমগীর হোসেন এর চায়ের দোকানের সামনে হতে একটি নীল রঙের মিনি কাভার্ডভ্যান সহ ২ জন চোরকে আটক করেন, তারা হলেন ১। মোঃ আলম (২৯), দেবীদ্বার উপজেলা সুলতানপুর ইউনিয়ন সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে, আল আমিন হোসেন (২৭), সুলতানপুর ইউনিয়ন নুর মানিকচর গ্রামের ইব্রাহিম খলিল এর ছেলে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান সহ আসামিদের থানায় নিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করেন যে কাভার্ডভ্যান গাড়িটি তারা চুরি করে আনেন। শুক্রবার দেবীদ্বার থানাধীন বরকামতা ইউনিয়ন জাফরাবাদ গ্রামের কাশেম মিয়ার পরিত্যক্ত জায়গা থেকে আরো একটি কাভার্ডভ্যানসহ চোর চক্রের আরেকজন সদস্য একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৬) কে আটক করা হয়।খোজ নিয়ে জানা যায় যে তারা নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে চুরি করে নিয়ে আসেন। গাড়ি গুলো ছিলো ওরিয়ন গ্রুপের মালামাল বহনকারী। পরে দেবীদ্বার থানা পুলিশ গাড়ির মালিকদের খবর দিলে তারা ছুটে আসেন থানায়। গাড়ি মালিকের পক্ষ থেকে জানানো হয় যে তারা প্রতিদিনের মত কাজ শেষে গ্যারেজে রাখেন গাড়িগুলো। চোর চক্রের সদস্যরা কোম্পানির নাইটগার্ড কে বেঁধে গ্যারেজের গেইট ভেঙে ৫ টি গাড়ির মধ্যে ২ টি গাড়ি নিয়ে পালিয়ে আসে। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ নয়ন মিয়া জানান, আমরা প্রতিদিনের রুটিন ডিউটি পালন করেছি এবং কাভার্ডভ্যান সহ আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের আটক করেছি।তাদের বিরুদ্ধে চুরি,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত থাকার অভিযোগ আছে এবং একাধিক মামলা রয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং আরো যারা তাদের সাথে অপরাধমূলক কাজে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। উক্ত ঘটনায় দেবীদ্বার থানার মামলা নং-১৯/১৯, তারিখ- ২৬/০১/২০২৪; ধারা- ৪১৩ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.