কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে অপহরণের শিকার ৬বছরের এক শিশুকে দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে গাজীপুর জেলার টঙ্গির থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মো. আবুল কাশেম (৪৫) ও তাঁর স্ত্রী মোসা. সামিয়া আক্তার (৩০)। রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেপ্তার দম্পত্তির তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ আল মামুন নামের শিশুটিকে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার একটি বাজার থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশু আবদুল্লাহ আল মামুন দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামের মো.আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় মো.আবদুস সামাদ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার ছাড়া অন্য আসামীরা হলো, হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ পিটুয়ারকান্দি গ্রামের মৃত আ. রহিম মিয়ার ছেলে আবুল বাশার (৩৫) তাঁর স্ত্রী ফরজানা আক্তার (৩০) ও একই গ্রামের মৃত আ. রহিম মিয়ার মেয়ে আর্জিনা বেগম (৩২)।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.