• আবহাওয়া

    দেবিদ্বার ইক্বরা মানব সেবা সংঘ ও এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ৯:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ

    শাহ সাহিদ উদ্দিন-কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌরসভার ইক্বরানগরী ইক্বরা মানব সেবা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে বুড়িচং উপজেলার কলেজ গেইট ফিসারী পার্ক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইক্বরা মানব সেবা সংঘের মো বাছির খানের নেতৃত্বে বুড়িচং কলেজ গেইট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মো সাইফুল ইসলাম, কাদের সরকার,মো জসিম উদ্দিন,মো বাছির, মো নাছির,মো আলমগীর,মো সফিকুল ইসলাম,

    ,মো রিয়াদ সরকার, মো নাজমুল ,,মামুন খান,মো এবাদুল,মো সাইদুল খান ,,মো কামাল হোসেন,মো বাছির( ছোট বাছির)মো হাবিব সহ আরও মানব সেবা সংঘের সদস্যবৃন্দ ও এলাকাবাসীর অনেকেই উপস্থিত ছিলেন। মানব সেবা সংঘের বাছির খান বলেন আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি পাশে থাকবো। বুড়িচংবাসী যতদিন বন্যায় তাদের বসবাসরত বাড়ি থেকে অন্য স্থানে থাকবে ততদিন আমাদের এই ত্রাণ বিতরণের অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ