দূর্ণীতির অভিযোগে মাতারবাড়ীর চেয়ারমান মোঃ উল্লাহকে দুদকে তলব
অভিযােগের সংক্ষিপ্ত বিবরণঃ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে কর্মরত সার্ভেয়ার ও সংশ্লিষ্টগণ একে অপরের যােগসাজশে প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণের বিভিন্ন প্রক হতে জমির মালিকদের নিকট থেকে ৯৩.৬০ ১৫০.০০ (তিরানব্বই লক্ষ ষাট হাজার একশত পঞ্চাশ) টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে অনপুৰক ভোগ দখলে রেখে মানিলন্ডারিংয়ের অভিযোগ।
উল্লিখিত মামলার বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে গত ১৮/০১/২০২১ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় নিবর্ণিত রেকর্ডপত্র/কাগজপত্র কক্সবাজারের দুদকের কার্যালয়ে হাজির হওয়ার জন্য কথা থাকলে তিনি হাজির হননি। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত মামলা সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান মোঃ উল্লাহর কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে জানান নোটিশে।
দুদকের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে স্মারক নং ৬৭ এর সুত্রধরে জানতে চাইলে তিনি জানান, গত ১৮/০১/২০২১ এ উক্ত অভিযোগের ভিত্তিতে কক্সবাজারে দুদকের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি উক্ত প্রমাণাদি নিয়ে হাজির হননি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.