• আইন ও আদালত

    দুর্বৃত্তের আঘাতে এক মাদ্রাসার শিক্ষক গুরুতর জখম

      প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৫:৫২:৫৪ প্রিন্ট সংস্করণ

    নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারীতে হত্যার উদ্দেশ্য আবুল হোসেন ক্কারি (৬৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।বর্তমানে আশংঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেলে তার চিকিৎসা চলছে। সোমবার (১ জুলাই) সকালে নীলফামারী ডোমার হাইওয়ে রোডের হরতকিতলা হতে অচিনতলার মাঝামাঝি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্নে এ ঘটনা ঘটে।
    গুরুতর আহত ব্যক্তি নীলফামারী সদর লক্ষিচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন ছেলে আবুল হোসেন ক্কারি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় সকালে বাড়ী থেকে বাইসাইকেল যোগে মাদ্রাসা পড়াতে যান তিনি কানাইকাটার দিকে,কিন্তু পল্লীবিদ্যুৎ অফিসের উত্তরে মোটরসাইকেলে দ্রুত এসে কেবা কারা প্রথমে চোখে মরিচের গুড়া দেয়,পরে ধারাল অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে এক অটোচালক তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন।নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমরা দেখছি ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ