পটুয়াখালীর দুমকিতে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এর আগে দুমকিতে একই স্থানে আওয়ামীলীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে সোমবার দিবাগত রাতে ২৩'আগস্ট দুমকিতে ১৪৪ ধারা জারি করেন দুমকি উপজেলা প্রশাসন মোঃ আল ইমরান।পরে মঙ্গলবার বেলা আনুমানিক ১২ টার সময় ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলার লেবুখালী ফেরীঘাট সংলগ্নে প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কর্মসূচির নির্ধারিত স্থানসহ আশেপাশের ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তুু অন্য কোথাও গিয়ে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে কিনা তা আমাদের জানা নেই। তবে বিএনপি অন্য কোথাও গিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে কিনা তা আমার জানা নেই বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.