মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা সৃষ্টিতে আজ দুমকিতে মোটর শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৭ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার সময় দুমকি উপজেলা পরিষদের অডিটরিয়াম রুমে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো, মোশারেফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগেট সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৬ শতাধিক মাহেন্দ্রা, অটো ও মিশুক চালকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটর শ্রমিকদের সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে আমদের গ্রহন নেয়া হয়েছে বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.