মু,হেলাল আহম্মেদ রিপন-স্টাফ রিপোর্টার:
"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য পুলিশ জনতার বন্ধু" এমন নজির দেখতে বৃদ্ধা অসহায় হতদরিদ্র বিধবা জরিনা বেগম(৮০)। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে কোনোরকম টানাপুড়ের সংসার চালাতে পারলেও মাথা গোঁজার ঠাঁই নেই জরিনার। ঠিক সেই সময় বৃদ্ধার পাশে দাঁড়ালেন দুমকি থানার মানবিক পুলিশ উপ-পরিদর্শক সাকায়েত হোসেন।
গত বুধবার(১০মে) বেলা সাড়ে ১১টার সময় দুমকি থানার উপ-পরিদর্শকের উদ্যোগে দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সন্তোষদি গ্রামের নদীর পাড়ের ভাঙ্গা বসত বাড়িতে গিয়ে অসহায় হতদরিদ্র জরিনা বেগম(৮০) কে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন মানবিক পুলিশ।
এসময় মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
হতদরিদ্র জরিনা বেগম তার ঘর তোলার জন্য টাকা পেয়ে খুব খুশি হয়ে দু হাত তুলে বলেন, আল্লাহ তাদের সুস্থতাসহ নেক হায়াত নিয়ে বাঁচিয়ে রাখুন যে আমায় সাহায্য করলো।
এ বিষয়ে জানতে চাইলে এসআই সাকায়েত হোসেন এর কাছে দৈনিক বরিশাল সমাচার এর প্রতিনিধি বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৬'মাস পূর্বে আমি বৃদ্ধা মহিলার মানবেতর জীবন যাপন করতে দেখে খুবই মর্মাহত হই এবং আমার বন্ধু মহলে বিষয়টি জানানোর পরে নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক আমেরিকান প্রবাসী বন্ধু ২০হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে আমার কাছে পাঠায়। আজ আমি মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদারকে সাথে নিয়ে বৃদ্ধা মহিলার ঘর তোলার জন্য স্থানীয় চৌকিদার ইব্রাহিমকে বৃদ্ধা মায়ের ঘড় তোলার দায়িত্ব দেই।
এ ব্যপারে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, মানবিক পুলিশ কর্মকর্তা এসআই সাকায়েত হোসেনকে এমন উদ্যোগের জন্য মুরাদিয়া ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.