প্রতিনিধি ৪ মে ২০২১ , ১২:১২:৪৭ প্রিন্ট সংস্করণ
মোহাঃ নূরন্নবী তন্ময়-স্টাফ রিপোর্টার:
দিনাজপুরে করােনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই নার্সের পরিবার ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা পেয়েছে । তাদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করা হয় । করােনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই নার্স হলেন – নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও আমিনা খাতুন ।মঙ্গলবার ( ৪ই মে ) সকাল ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চেক তুলে দেন ।
হুইপ ইকবালুর রহিম বলেন , বৈশ্বিক মহামারি করােনাভাইরাসে আক্রান্ত রােগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করােনাযােদ্ধা হিসেবে মৃত্যুবরণ করেছেন জাতি তাদের কখনাে ভুলবে না ।
উল্লেখ্য, রহিমা খাতুন গত বছরের ২ নভেম্বর ও আমিনা খাতুন ১২ নভেম্বর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।