প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪৭:০৮ প্রিন্ট সংস্করণ
সাহিত্য নিউজ ডেক্সঃ
দুঃখের সাগরে শান্তি।
এনামুল কবীর এনাম সাংবাদিক।
বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ।
দুঃখে আছে শান্তি,
বেশি সুখে অশান্তি।
কষ্টের মাঝেই তৃপ্তি,
অধীক বিলাশে অতৃপ্তি।
মনের মাঝে দীপ্তি,
সেই মনের শরীরের সুপ্তি।
হ্নদয়ের সাগরে শান্তি,
যদি ভয় না থাকে জোয়ারের।
অক্ষয় রূপ তোমার,
বিপরীদ বিশরজনে পতিত না যায়।
তৈরি করেছেন কৃপা হ্নদয় নামক সাগর,
সেই সাগরের কুল নাই কিনারা নাই রয়েছে তার দলিল।
সেই সাগরে সেই কৃপা, রেখেছেন কতটা মহীনি কায়া।
শ্রষ্ঠার সৃষ্টি পেয়েছেন সাগরে ,
হ্নদয় জুড়ানো জগত ময়ী শান্তির বার্তা।
এনামুল কবীর এনাম সাংবাদিক, আহবায়ক জেলা দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ, যুগ্ন আহবায়ক জেলা জাতীয় যুব সংহতি, সভাপতি বদলগাছী উপজেলা জাতীয় যুব সংহতি নওগাঁ।