প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৬:৩০:০০ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ
অর্ধ নবনির্মিত ইটের বাড়ি রাতের অন্ধকারে ভাংচুর করে ও শান্তি নেই প্রতিপক্ষের তাই আজ আজ আবার প্রকাশে বাড়ি ভাংচুর।
এই সেই দজ্জাল মহিলা শামসুন্নাহার (৫২)যে গত ১৬-০৯-২০২০ তারিখে তার ইয়াবা ব্যাবসায়ী ছেলেকে ( সামসুল) নিয়ে মর্ধ্য রাতে মো: মামুন খন্দকারের অর্ধ নবনির্মিত ইটের বাড়ি ভাংচুর করে। আজকে ২১সেপ্টেম্বর প্রকাশে এসে দুপুর ১ টায় হামলা করে ভাংচুরের চেষ্টা করে এবং একটা দেওয়াল আবার ভাঙ্গে, তার প্রমাণ ভিডিও সহ দেওয়া হলো।
অভিযোগকারী মামুন খন্দকার বলেন, আমি অত্যান্ত ভয়ের মধ্যে আছি, যে কোনো সময় প্রতিপক্ষ আমার ক্ষতি করতে পারে তার প্রমাণসরূপ দেওয়া হলো আমি তার ন্যায্যা সমাধান পাবো বলে আশা করছি।