প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৪:১৮:৩৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এম, এ মান্নান সরকারঃ-
গত ২১শে আগষ্ট ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়াড সভাপতি মোঃ আঃ মালেক সরকারের নেতৃত্বে শোক বিষয়ে আলোচনা এবং দোয়ার আয়োজন করেন।
জানাযায়, ঘোড়াঘাট পৌরসভার আজগার নগরে, রাজ্জাক প্লাজার সামনে শোক সভায়, উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী মন্ডল।
তুখর ছাত্রনেতা রাকিবুল হাসান রুবেল। ফারুকুল ইসলাম। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদর মোঃ আসাদুজ্জামান ভুট্টু। সেচ্ছা সেবক লীগের সভাপতি সাহিন আক্তার। এবং ২৪৫ নং শ্রমিক ইউনিয়নের একঝাক শ্রমিক মিলে দোয়া, আলোচনা এবং তবারক বিতরনের মাধ্যে দিনটি অতিবাহিত করেন।
আলোচনা পৌর সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু বলেন, ঘোড়াঘাট পৌর মেয়র বর্তমানে পপৌর বি,এনপির সভাপতি অথচ সে একহাতে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটছে আবার একই হাতে বঙ্গবন্ধুর ছবিতে মালা দিচ্ছে। এটা একটা হাস্যকর বিষয়। মেয়র আঃ ছাত্তার মিলন দ্বিমুখি নীতির কারনে উভয় দলি হুংকির মধ্যে আছে, এ কারনে যে, মেয়র কোন দলের সেটা বোঝা মুশকিল হয়ে পরেছে।