প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:০০:৪৮ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ”দিনগুলি আজ”
লেখকঃ শিহাব আহম্মেদ
একদিন সন্ধ্যে তুমি এসেছিলে
আপন করে বধূ আমায়
আজ তুমি চলে গেছ বহুদূরে
পর করে মোরে অমানিশায়।
সেদিনের সেই মায়াভরা রাতে
হাতেতে রেখেছো হাত
প্রেমের পরশ ছিলো সেই হাতে
কাটিয়েছি কতো রাত।
সৌদামিনীর ঝলকানি দেখে
ভয়েতে কেঁপেছে বুক
মাথাটি রেখেছো মোর বুকে তাই
পেয়েছি কতো যে সুখ।
সূর্যমুখী চেয়ে থাকে তার
প্রিয় সূর্যের পানে
জলদের বুকে রামধনু ভাসে
কি জানি কিসের টানে?
তোমার বিহনে সব বৃথা আজ,
আমি যে গো সাথীহারা
ভালোবেসে আমি মরেছি মরমে,
হয়েছি যে দিশাহারা।
আজ ভুলে গেছি সব ভালোবাসা
স্নেহ, মায়া, প্রেম, প্রীতি
প্রেম চলে যায়, তবু বেঁচে থাকি,
এই তো ধরার রীতি।