প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৯:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ
মোঃ লিখন উদ্দিন-কুষ্টিয়া সদর প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের একতরফা তফসীল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মিছিলটি কুষ্টিয়া বড় বাজার থেকে শুরু করে থানা ট্রাফিক মোড়ে এসে জড়ো হয় মিছিল কারীরা। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন ব্যর্থ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তামাশার তাফসিল প্রত্যাখ্যান করে জাতীয় সরকারের অধীনে PR পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।
বক্তারা বলেন বর্তমান সরকার গত ১৫ বছর ধরে সাধারণ মানুষের সাথে তামাশা করে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন ১ হাজার টাকা দিয়ে তিন দিনের বাজার করা যাচ্ছে না ক্ষমতাসীন সরকারের অত্যাচারে কেউ আন্দোলন করতে পারছে না। পরিশেষে বক্তারা বলেন বিরোধীদলীয় যে সকল নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে সবাইকে অতীত দ্রুত মুক্তি দিতে হবে। এবং অতি দ্রুত সরকার পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।