• আইন ও আদালত

    দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান স্বামী স্ত্রী সহ তিন জন আটক

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৩:০৮:৫৫ প্রিন্ট সংস্করণ

    মো: রাশেদুল ইসলাম (রাশেদ) 

    চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,

    আজ ২১/০৯/২০২০ইং তারিখ রোজ সোমবার চুয়াডাঙ্গার জেলা দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ ৩জন আসামিকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল। আটককৃতরা হলো দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া (তমালতলা) গ্রামের মৃত আ.রশিদের ছেলে মোখলেছুর রহমান (৪০), মোখলেছুর রহমানের স্ত্রী সালমা খাতুন (৩২) এবং একই এলাকার আবুল কালামের স্ত্রী মাছুরা খাতুন (৩৯)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ওসি মোঃ মাহাব্বুর রহমানের নির্দেশে থানার এসআই মাজহারুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আকন্দবাড়িয়ার তমালতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মৃত আ.রশিদের ছেলে মোখলেছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ ২জন মহিলা ও ১জন পুরুষ আসামিকে আটক করা হয়।

    আটককৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ