প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৭:০১ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন জীবননগর চুয়াডাঙ্গাঃ
দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ উথলীর রূপালীকে গ্রেফতার করেছে। রূপালীর বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান কাজলের নেতৃত্বে এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। এ সময় পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করে জীবননগর উপজেলার উথলীর হাসিবুল হকের স্ত্রী রূপালীকে (২৬)। থানায় এনে মহিলা পুলিশ দিয়ে রূপালীকে তল্লাশি করা হলে শরীরের বিভিন্ন স্থান থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানার এসআই জাকির হোসেন বাদি হয়ে গতকালই রূপালীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। এএসআই মহিউদ্দিন জানান, রূপালীকে গ্রেফতারকালে তার সাথে থাকা অজ্ঞাত এক ব্যক্তি ছিলো সে কৌশলে পালিয়ে গেছে। রূপালী তার নাম পরিচয় জানে না বলেও জানিয়েছে।