প্রতিনিধি ১৩ মে ২০২২ , ২:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ
দখিনা বাতাস
কানিজ তানজিমা ববি
দখিনা বাতাস দোলা দিয়ে যায়…..
বৈশাখের বিদায়ী হাওয়া।
মাটির তৈরি মগে এক মগ মশালাদার দুধ চা
আর সাথে পাকোড়া ও মুড়ি মাখা খেতে খেতে
ঝুম বৃষ্টি দেখা পরিবারের কর্তার সাথে ,,,,,,,
আহা দক্ষিণা বাতাস দোলা দিয়ে যায় মন
শোনো গো দখিনা হাওয়া
জলে ভিজছি আমি….!
বাতাসের শীতল স্পর্শে
মন মাতানো চায়ের মগে চুমুকে চুমুকে
মাঝে মাঝেই পাখিদের উড়ে চলা
পুরোনো বাসায় সেই কাক দম্পতির ফিরে আসা
মেঘের গর্জনে ভীত মন
স্বামীর কোলে মাথা রেখে গুণগুনিয়ে রবীন্দ্র গাওয়া
প্রজাপতি এ মন মেলেছে পাখনা
প্রিয়তমর বুকে প্রশান্তির ডানা মেলে
হারায় দৃষ্টি ঐ দূর মেঘেদের রাজ্যে।
দখিনা বাতাস ,ধীরে ধীরে বও
মোর প্রিয় আজ বহুদিন পর আছে মোর ঘরে
এই গোধূলি বেলায়!