• Uncategorized

    থানায় জিডি করায় সাংবাদিক পরিবারের উপর হামলা।।

      প্রতিনিধি ২১ মার্চ ২০২১ , ৬:১৩:০৩ প্রিন্ট সংস্করণ

    মো: উজ্জল পাঠান
    সরাইল ( বাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি

    থানায় জিডি করায় হোয়াইট নিউজের সরাইল প্রতিনিধি বাশার আহমেদ ও তার পরিবারের উপর হামলা করা হয়েছে।
    শনিবার (২০ মার্চ) দুপুর ২টায় ১৫/২০ জন যুবক দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামে সাংবাদিক বাশার আহমেদের বাড়ি গিয়ে এ হামলা চালায়।
    হামলাকারীরা হলেন কালিশিমুল গ্রামের মাজেদ আলী,উজ্জল মিয়া, হাবিব মিয়া, শামিম মিয়াসহ আরো কয়েকজন।
    পুলিশ, গ্রামবাসী ও আহতদের স্বজন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ( ১৯ মার্চ) সাংবাদিক বাশার আহমেদ কালিশিমুল উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলে নামাজ শেষ হবার আগেই পূর্ব শুত্রুতার জেরে উপরোক্ত হামলাকারীরা বাশার আহমেদ ও তার ছোট ভাই সায়ফুল্লাহর উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বাশার আহমেদ শুক্রবার দিবাগত রাতে সরাইল থানায় জিডি করে। জিডি করার সংবাদে আসামিরা উত্তেজিত হয়ে আজ বেলা ২টায় এ হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হয় হাজী আব্দুল আওয়াল (৪৫),জুনাইদ (১৬) এবং সাংবাদিক বাশার আহমেদ।ni
    এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, বাশার আহমেদ থানায় জিডি করেছে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ