• সাহিত্যে

    ‘থাক না কিছু অপূর্ণতা’ লেখায়-রাফতি খান

      প্রতিনিধি ২৪ মে ২০২২ , ৮:৩৭:৪১ প্রিন্ট সংস্করণ

    কবিতা: থাক না কিছু অপূর্ণতা
    লেখায়-রাফতি খান

    মেঘ করেছে আকাশ জুড়ে
    বৃষ্টি হয়ে ঝড়বে
    তোমার আমার গল্পগুলো
    ফুল হয়ে ফুটবে।

    বৈশাখের প্রবল ঝড়ে উড়ে গেলো ঘরের চালটা
    তোমার চোখের মায়ায় পড়ে গেলো আমার মনটা।

    শ্রাবণের ধারার মতো বৃষ্টি হয়ে ঝরো
    আমার হৃদয় শূন্য করে অন্যের হাত ধরো।

    ভাদ্র মাসের স্বচ্ছ আকাশে তাঁরা হয়ে জ্বলি
    সৃষ্টিকর্তার নিকট আমি তোমার তদবির করি।

    প্রিয়জন আর প্রয়োজনের হিসাব নাহি পাও,
    অগ্রহায়ণের নবান্নের মতো আমায় তুমি চাও।

    মাঘ মাসের শীতে কেঁপে উঠে তোমার মন
    তুমি আমার জীবনে ছিলা অতি প্রিয়জন।

    ফাল্গুনের ফুলের মতো ভরেনা তোমার হাত,বহু আগে ধরণী থেকে নিয়েছি আমি বিদায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ